ঢাকা | বৃহস্পতিবার
২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা ঠেকাতে পুড়িয়ে ফেলবে কাগুজে নোট

প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার রক্ষার লড়াইয়ে এবার করোনা বিধ্বস্ত অঞ্চলগুলোতে কাগুজের সব নোট পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে চীনের কেন্দ্রীয় ব্যাংক। মহামারি আকার ধারণ করা এ ভাইরাস প্রাদুর্ভাবের লড়াইয়ের অংশ হিসেবে নগদ লেনদেনের সুরক্ষা নিশ্চিত করার জন্য হাসপাতাল, বাজার এবং বাসে সংগৃহীত সব ধরনের নোট ধ্বংস করবে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গুয়াংঝু শাখা। 

গেল শনিবার চীনের অর্থনীতিবিষয়ক সংবাদমাধ্যম চাইশিন এক প্রতিবেদনে জানায়, পিপলস ব্যাংক অব চায়নার (পিবিওসি) দক্ষিণাঞ্চলীয় শহরগুলোর শাখা কর্মকর্তাদেরকে করোনাভাইরাসের সর্বোচ্চ ঝুঁকি আছে। আর এমন খাতগুলো থেকে সব ধরনের কাগুজে পুড়িয়ে ফেলার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

চীনের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফ্যান ইয়াইফাই বলেন, গেল ১৭ জানুয়ারি পর্যন্ত দেশে অন্তত ৬০০ বিলিয়ন ইউয়ান নতুন ব্যাংক নোট ছাড়া হয়েছে। যারমধ্যে ৪ বিলিয়ন ইউয়ান নোট উহানে পাঠানো হয়েছে। আর এমন মন্তব্যের পর দেশটিতে নতুন নোট প্রত্যাহার ও ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়।

এদিকে চীনের কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, কাগুজে নোটগুলোকে জীবাণুমুক্ত করার জন্য উচ্চ তাপমাত্রা বা অতিবেগুনী রশ্মির ব্যবহার করার পর এসব নোট ১৪ দিনের জন্য সংরক্ষনে রাখা হবে।

সূত্র : সাউথ চায়না মর্নিং পোস্ট।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন