রংপুর, টাঙ্গাইল ও বরগুনায় এক চীনা নারীকর্মীসহ তিনজনকে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এক চীনা নারী কর্মীকে রবিবার দুপুরে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে রংপুর মেডিক্যালে ভর্তি করা হয়েছে। জ্বর নিয়ে ওই চীনা নাগরিক হাসপাতালে ভর্তি হওয়ায় তাকে করোনা ইউনিটে রাখা হয়েছে। ওই চীনা নাগরিক এই মাসের ৪ তারিখে বাংলাদেশে আসেন। নীলফামারীর উত্তরা ইপিজেডের একটি কোম্পানিতে তিনি চাকরি করেন। চিকিৎসক বলেন, সে করোনা ভাইরাসে আক্রান্ত কিনা তা পরীক্ষা-নিরীক্ষার পরই নিশ্চিত হওয়া যাবে।
অন্যদিকে, জ্বর থাকায় টাঙ্গাইল থেকে ঢাকা মেডিক্যালে পাঠনো হয়েছে সিঙ্গাপুরফেরত এক প্রবাসীকে। বাংলাদেশ ইমিগ্রেশনে পরীক্ষা শেষে ১৩ই ফেব্রুয়ারি বাসাইলে গ্রামের বাড়ি ফেরেন আব্বাস। তার শরীরে জ্বর থাকায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক তৈরি হয় করোনা ভাইরাসের আশঙ্কায়। পরে তাকে উপজেলা প্রশাসনের মাধ্যমে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। করোনাভাইরাস শনাক্তের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় এবং উন্নত পরীক্ষার জন্য তাকে সেখান থেকে ঢাকা মেডিক্যালে স্থানান্তর করা হয়।
তাছাড়াও, বরগুনার বালিয়াতলীতে চীনফেরত এক শিক্ষার্থীকে জ্বরে আক্রান্ত হওয়ায় তাকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আনন্দবাজার/এস.কে