ঢাকা | শনিবার
৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইবিতে বঙ্গবন্ধুর আত্মজীবনী শীর্ষক কুইজ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) খালেদা জিয়া হলে মুজিববর্ষ উদযাপন- ২০২০ উপলক্ষ্যে বঙ্গবন্ধুর আত্মজীবনী শীর্ষক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে খালেদা জিয়া হলের অায়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হলের আবাসিক ছাত্রীদের মধ্যে ২৯ জন প্রতিযোগী এ প্রতিযোগীতায় অংশগ্রহণ করে।

কুইজ পরবর্তী আলোচনায় আবসিক শিক্ষিকা প্রভাষক মাহবুবা সিদ্দিকা এর সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. রেবা মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন আবাসিক শিক্ষিকা মমতা মোস্তারি, আতিফা কাফি।

এসময় প্রাধ্যক্ষ অধ্যাপক ড. রেবা মন্ডল বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বুদ্ধিবৃত্তিক স্মৃতিকে উজ্জীবিত করার জন্য আমরা বিভিন্ন প্রতিযোগীতা মূলক প্রতিযোগীতার ব্যবস্থা করে থাকি তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। আমরা বঙ্গবন্ধুকে জানবো, জাতিকে জানবো, বিশ্বকে জানবো। আজকের এই প্রতিযোগীতার জন্য তোমরা সবাই কমবেশি পড়াশোনা করছে। বঙ্গবন্ধু সম্পর্কে তোমাদের অনেক জ্ঞান বেড়েছে। হলে আমরা শুধু ভালো আবাসন না সাথে সাথে তোমাদের ভালো মানুষ করে তোলা আমাদের দায়িত্ব। আমি চাই আমার হলের মেয়েরা ভবিষ্যতে যোগ্য মানুষ ও জনশক্তিতে পরিণত হোক।

উল্লেখ্য,এ প্রতিযোগিতার ফলাফল এক সপ্তাহের মধ্যে দেয়া হবে ও পুরস্কার ২৬ মার্চ প্রদান করা হবে বলে জানিয়ে কর্তৃপক্ষ।

আনন্দবাজার/শহক/ফানতি

সংবাদটি শেয়ার করুন