ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃবিভাগ, আন্তঃহল বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারী) সকালে কেন্দ্রীয় মাঠে আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ ও লোক প্রশাসন বিভাগের মধ্যকার খেলার মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। বিশ্ববিদ্যালয়ের ৩৪ টি বিভাগ ও ৮ টি হল এ খেলায় অংশ নিবে।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমানের সভাপতিত্বে ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোঃ সোহেল এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সেলিম তোহা। এছাড়া আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণ, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মাহবুবর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় ক্রীড়াঙ্গনে বাংলাদেশ তথা আন্তর্জাতিক অঙ্গনে একটি লব্ধ প্রতিষ্ঠিত নাম। আমরা ইতোমধ্যে এ্যাথলেটিক্স এ বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একটি পরাশক্তি আর্বিভূত হয়েছি। বাংলাদেশ যেমন উদীয়মান ব্যাঘ্র ক্রিকেট অঙ্গনে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল বিশ্বসেরা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয় সমূহের মধ্য ইসলামী বিশ্ববিদ্যালয় ক্রিকেট দল পরাশক্তি হিসাবে আত্মপ্রতিষ্ঠা লাভ করুক তিনি এই আশাবাদ ব্যাক্ত করেন। তিনি আরো বলেন, ইবির ক্রীড়াঙ্গনকে আমাদের আরও বেগবান ও আরও শক্তিশালী করার জন্য যা যা প্রয়োজন আমরা করবো।
আনন্দবাজার/শাহী