ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বড় উত্থানের সম্ভাবনা শেয়ারবাজারে

গত তিন কার্যদিবসের ধারাবাহিকতায় আজও লেনদেনের শুরুতেই বড় উত্থানের সম্ভাবনা দেখা যাচ্ছে শেয়ারবাজারে। রবিবার ১৬ ফেব্রুয়ারি প্রথম দেড় ঘণ্টায় লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ১৩৬ পয়েন্ট বেড়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, পুঁজিবাজারে বিনিয়োগের জন্য প্রতিটি ব্যাংক ২০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠন করতে পারবে। নিজস্ব উৎস অথবা ট্রেজারি বিল বন্ডের মাধ্যমে ব্যাংকগুলো এ তহবিলের অর্থ সংগ্রহ করতে পারবে বাংলাদেশ ব্যাংক থেকে। পাঁচ শতাংশ সুদ হারে এ তহবিলের অর্থ সংগ্রহ করতে পারবে ব্যাংকগুলো, পরিশোধের সময়সীমা থাকবে পাঁচ বছর।

বাংলাদেশ ব্যাংক থেকে এই সুবিধার ঘোষণা দেয়ার পরই শেয়ারবাজারে উত্থান দেখা যায়। লেনদেন বেড়ে পাঁচশ কোটি টাকার ঘরে পৌঁছায় এক দিনেই। পরের কর্মদিবস বুধবার ডিএসইতে লেনদেন ছয়শ কোটি ছাড়ায়। আর বৃহস্পতিবার লেনদেন হয় সাতশ কোটির ওপরে। লেনদেনের সঙ্গে টানা তিনদিনই বাড়ে মূল্য সূচক।

আগের সপ্তাহের শেষ তিন কার্যদিবসের মতেই চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেনের শুরুতে অংশ নেয়া প্রায় সবকটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। প্রথম দেড় ঘণ্টার লেনদেনে ডিএসইতে ৩০৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ২৪টির। অপরিবর্তিত রয়েছে ১৭টির দাম।

 

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন