গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) সিঙ্গাপুরে আরও এক বাংলাদেশি প্রবাসী আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে নতুন ভাবে কোভিড-১৯ এ আক্রান্ত হলেন পাঁচ বাংলাদেশি। গতকাল শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার (১৫ ফেব্রুয়ারি) সিঙ্গাপুরে নতুন করে আরও পাঁচজনকে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে বলে শনাক্ত করা হয়েছে।
আক্রান্তদের মধ্যে তিনজনই দেশটির গ্রেস অ্যাসেম্বলি অব গড চার্চের সঙ্গে সংশ্লিষ্ট এবং একজন সেলেটার অ্যারোস্পেস হেইটস নির্মাণাধীন স্থাপনায় কর্মরত ছিলেন। আরেক জন হলেন ২৬ বছর বয়সী এক বাংলাদেশি, তিনি সিঙ্গাপুরের ওয়ার্ক পাসধারী।
সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে ১৮ জন চিকিৎসা শেষে পুরোপুরি সুস্থ হয়েছেন। তাদের সবাইকে হাসপাতাল থেকে ছাড়-পত্র দেওয়া হয়েছে। এছাড়াও আর ৫৪ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে তাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে।
আনন্দবাজার/এম.কে