ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে ফিরতে পারছেন না লেবাননের প্রবাসীরা

নিজ দেশে ফিরতে অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন হাজারো লেবানন প্রবাসী বাংলাদেশি। তবে বৈধ কাগজপত্র না থাকায় দেশে ফিরছেন তারা। দেশ থেকে টাকা নিয়ে জীবন-যাপন করতে হচ্ছে অনেক প্রবাসীকে। এসব মিলিয়ে বিপাকে পড়েছেন তারা।

লেবাননের অভ্যন্তরীন সমস্যার জন্য ২০১৯ সাল থেকে তাদের অর্থনীতি একদমই ভেঙ্গে পড়েছে। আর এর বিশাল প্রভাব এসে পরেছে প্রবাসীদের উপর। দেশটির বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় কারণে কর্মহীন হয়ে পরেছে হাজার হাজার বাংলাদেশি শ্রমিক। রোজগারের অভাবে বাধ্য হয়ে দেশে ফিরে আসতে চাচ্ছেন তারা। তবে আকামা থাকা প্রবাসীরা দেশে ফিরতে পারলেও বৈধ কাগজপত্র বিহীন প্রবাসীরা দেশে ফিরতে পারছেন না।

এদিকে প্রবাসীদের সমাগম দেখে ভবন কর্তৃপক্ষ দূতাবাস ছেড়ে দিতে উকিলের মাধ্যমে নোটিশ পাঠিয়েছে। এতে করে বাধ্য হয়ে কর্মসূচী স্থগিত করেছে দূতাবাস। নতুন ভবন না পাওয়া পর্যন্ত প্রবাসীদের ধৈর্য্য ধরার আহ্বান করেছন রাষ্ট্রদূত।

লেবাননে নিযুক্ত রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার জনান, আমরা একটা জায়গা খুঁজছি যেখানে  ভালভাবে নাম নিবন্ধনের কাজ করা যাবে। জায়গা পাওয়া মাত্রই নাম নিবন্ধনের কাজ আবার শুরু হবে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন