নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি অঙ্গ প্রতিষ্ঠান। এই কোম্পানিতে তিন পদে মোট পাঁচজনকে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে।
পদের নাম: ফোরম্যান
পদ সংখ্যা: ২টি।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় পাসসহ কারিগরি প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেইনটেনেন্স/মেকানিক্যাল মেইনটেনেন্স/মেশন টুলস অপারেশন/মেশন টুলস অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স/ইলেকট্রনিক কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন বিষয়ে ২ বছরের ট্রেড কোর্স পাস। এছাড়া কমপক্ষে ১২ বছর বিদ্যুৎ কেন্দ্রে চাকরির অভিজ্ঞতাসহ ১৫ বছর চাকরিকাল।
অথবা, এসএসসি পাসসহ কমপক্ষে ১৫ বছর বিদ্যুৎকেন্দ্রে চাকরির অভিজ্ঞতাসহ ১৮ বছর চাকরিকাল। বয়সসীমা: ১৩ ফেব্রুয়ারি ২০২০ তারিখে ৩৬ থেকে ৪৮ বছরের মধ্যে হতে হবে।
বেতন: ২৮,০০০ টাকা।
পদের নাম: সিকিউরিটি সুপারভাইজার
পদ সংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞা: এসএসসি বা সমমান পাস। প্রতিরক্ষা বাহিনীর চাকরি থেকে অবসরগ্রহণকারী, ন্যূনতম ওয়ারেন্ট অফিসার পদমর্যাদা সম্পন্ন। বয়সসীমা: ১৩ ফেব্রুয়ারি ২০২০ তারিখে ৩৬ থেকে ৪৮ বছরের মধ্যে হতে হবে।
বেতন: ২৩,০০০ টাকা।
পদের নাম: প্লাম্বার
পদ সংখ্যা: ২টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞা: প্লামিং অ্যান্ড পাইপ ফিটিং ট্রেডে এসএসসি (ভোকেশনাল) পাসসহ এইচএসসি/সমমান পাস। প্লাম্বার হিসেবে ১ বছরের অভিজ্ঞতা।
অথবা, এসএসসি/সমমান পাস। প্লাম্বার হিসেবে ৩ বছরের অভিজ্ঞতা।
বয়সসীমা: ১৩ ফেব্রুয়ারি ২০২০ তারিখে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
বেতন: ১৭,০০০ টাকা।
আবেদন করার নিয়ম: প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন), কর্পোরেট অফিস, নওপাজেকো, ইউটিসি ভবন (৪র্থ তলা), ৮ পান্থপথ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫ বরাবরে আগামী ৫ মার্চের মধ্যে সরাসরি/ডাকযোগে পৌঁছাতে হবে। আবেদনপত্রের খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে।
আনন্দবাজার/এস.কে