ঢাকা | রবিবার
১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

সুরক্ষা সরঞ্জামের ঘাটতিতে চীনের স্বাস্থ্য কর্মীরা

সুরক্ষা সরঞ্জামের ঘাটতিতে পড়েছে  চীনের স্বাস্থ্য কর্মীরা। এতে নতুন করে করোনা ভাইরাসের  ঝুঁকিতে রয়েছেন তারা। এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জন চিকিৎসক মারা গেছে। এছাড়া এক হাজার ৭১৬ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের উপ-মন্ত্রী জেং ইয়িকসিন জানান, উহানে এক হাজার ১০২ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছে। আর হুবেই প্রদেশের অন্যান্য অংশে চারশ জনের মতো স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছে।

জেং ইয়িকসিন আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, চিকিৎসকরা প্রচুর পরিমাণে কাজ করছে। তাদের বিশ্রামের পরিস্থিতি সীমাবদ্ধ। তারা অনেক মানসিক চাপে রয়েছে এবং তাদের সংক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি।

স্থানীয় কর্তৃপক্ষগুলো হুবেই প্রদেশের হাসপাতালগুলোতে মাস্ক, গগলস ও সুরক্ষা সরঞ্জাম সরবরাহ করতে লড়াই করেছে।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, চীনে করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে প্রায় ৩ দশমিক ৮ শতাংশ চিকিৎসক। আর মৃতদের মধ্যে চিকিৎসকদের মৃত্যুর হার শূন্য দশমিক ৪ শতাংশ।

আনন্দবাজার/ রনি

সংবাদটি শেয়ার করুন