ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

কমতে শুরু করেছে শীতের তীব্রতা

রংপুর বিভাগ ছাড়া সব জায়গায় শীতের তীব্রতা কমতে শুরু করেছে। কিন্তু ফেব্রুয়ারি মাস জুড়েই থাকবে শীতের রেশ। আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান শুক্রবার এ তথ্য গনমাধ্যমকে জানান। 

আবহাওয়াবিদ মো.হাফিজুর রহমান বলেন, রংপুর বিভাগের কয়েক অঞ্চল ছাড়া সব জায়গাতেই শীতের তীব্রতা কমতে শুরু করেছে। তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে দিন ও রাতে। চলতি মাস জুড়েই শীত অনুভূত হলেও শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার সম্ভানা নেই।

তিনি আরও বলেন, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। ঢাকার তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দেশের বিভিন্ন স্থানে ভোরের দিকে হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন