নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম কোন জাপানির মৃত্যু হয়েছে। প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে জাপানে এই প্রথম রোগীর মৃত্যু হলো।
৮০ বছরের ওই বৃদ্ধার জাপানের কানাগাওয়া জেলায় বসবাস। দেশটির স্বাস্থ্যমন্ত্রী আজ বৃহস্পতিবার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
অন্যদিকে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, জাপানের পশ্চিমাঞ্চলীয় শহর ওয়াকাইয়ামায় করোনায় আক্রান্ত হয়েছেন একজন চিকিৎসক।
এদিকে জাপানের ইয়োকোহামা বন্দরে কোয়ারেন্টাইনে থাকা প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১৭৫ জন। গত ৪ ফেব্রুয়ারি থেকে অন্তত ৩ হাজার ৭০০ যাত্রী নিয়ে জাপানের ইয়োকোহামা বন্দরে দাঁড়িয়ে আছে প্রমোদতরীটি।
সবমিলিয়ে দেশটিতে এখন করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫০ জনে। এদিকে চীনের বাইরে হংকং এবং ফিলিপাইনে দু’জন এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।