বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আগামী শনিবার বিকেল ৫টায় তাদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচের একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলবে জিম্বাবুয়ে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) খবরটি নিশ্চিত করেছে।
২২ ফেব্রুয়ারী টেষ্ট ম্যাচ দিয়েই শুরু হবে সফর। টেস্ট ম্যাচ শেষে শুরু হবে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে। প্রথমটি ১ মার্চ, দ্বিতীয়টি ৩ মার্চ এবং তৃতীয়টি ৬ মার্চ অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
৯ মার্চ প্রথম এবং ১১ মার্চ দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
১৫ সদস্যের জিম্বাবুয়ে দল : সিকান্দার রাজা, রেগিস চাকাবা, ক্রেইগ আরভিন, কেভিন কাসুজা, তিমিসেন মারুমা, প্রিন্স মাসভাউরি, ক্রিস্টোফার এমপফু, ব্রিয়ান মুদজিনগানিয়ামা, কার্ল মুম্বা, তিনোতেন্দা মুতোম্বোজি, আইনসলে এনদোভু, ভিক্টর নায়ুচি, ব্রেন্ডান টেলর, ডোনাল্ড ত্রিপানো ও চার্লটন টিসুমা।
আনন্দবাজার/ টি এস পি