দিন যত যাচ্ছে চীনে করোনাভাইরসের ভয়াবহতা ততোই বাড়ছে। এ ভাইরাসের সংক্রমণে কোভিড নাইনটিনে চীনের হুবেই প্রদেশে একদিনেই রেকর্ড ২৪২ জন মারা গেছেন। এতে আরো বিপাকে পরেছে দেশটি।
দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মৃত্যু হয়েছে ১ হাজার ৩শ’ ৫৫ জনের। এর মাঝে চীনের হুবেই প্রদেশের ১ হাজার ৩শ’ ১০ জন মারা গেছেন। আর এখন পর্যন্ত এ ভাইরাসের আক্রান্ত হয়েছে ৬০ হাজার ১৫ জন। গতকাল বুধবার ১৪ হাজার ৮শ’ ৪০ জন নতুন করে আক্রান্ত হয়েছেন, আর ১ হাজার ৩৭ জনের অবস্থা আশঙ্কাজনক।
করোনাভাইরাসের সংক্রমণে কোভিড নাইনটিনে চীনের হুবেই প্রদেশে গতকাল একদিনেই রেকর্ড ২৪২ জন মারা গেছেন। এটিই এ পর্যন্ত রেকর্ড সংখ্যক মৃত্যু।
কিন্তু, খুশির ব্যাপার হচ্ছে এখন পর্যন্ত ৩ হাজার ৪শ’র বেশি মানুষ চিকিৎসার পর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। চীন বাদে বিশ্বের ২৪টি দেশে আক্রান্ত ৪শ’ ৪০ এর বেশি।
করোনাভাইরাস পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়েছে বলে জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস আঢানম। তিনি আরও জানান, সামনের দিনগুলোতে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমবে না বাড়বে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
অপরদিকে, সিঙ্গাপুরে নতুন করে তিন জন আক্রান্ত হয়েছেন। দেশটিতে দুই বাংলাদেশিসহ এনিয়ে আক্রান্ত ৫০, তাদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া, যুক্তরাষ্ট্রে ১৩ এবং যুক্তরাজ্যে ৯ জন আক্রান্ত হয়েছেন।
আনন্দবাজার/এফআইবি