শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানে দিবা-রাত্রির টেস্ট খেলতে চায় না বিসিবি

গত ডিসেম্বরেই বাংলাদেশ ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্ট খেলেছিল ভারতের মাটিতে। প্রথম দিবা-রাত্রির টেস্ট ছিল দুই দলেরই। তবে ম্যাচের ২ দিন ৪৭ মিনিটে ইনিংস ব্যবধানে হেরে মাঠ ছেড়েছিল বাংলাদেশ। এবার পাকিস্তান থেকেও এসেছে দিবা-রাত্রির টেস্ট খেলার প্রস্তাব তবে বিসিবি এই প্রস্তাবে রাজি না।

ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন থেকে পাওয়া তথ্যে জানা যায়, পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়েছিল করাচিতে আগামী এপ্রিলে অনুষ্ঠিতব্য সিরিজের দ্বিতীয় টেস্টটি দিবা-রাত্রির করতে। তারা আনুষ্ঠানিক প্রস্তাব দেয় বিসিবিকে। বিসিবি এতে সম্মত হয়নি। এর মধ্যেই পাকিস্তানে দুই দফার সফর শেষ। তৃতীয় দফায় এপ্রিলে টাইগাররা পাকিস্তানের মাটিতে একটি ওয়ানডে এবং একটি টেস্ট খেলবে।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানান, আমরা আমাদের টিম ম্যানেজম্যান্টের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। তবে তারা বলেন, দল এখন দিবা-রাত্রির টেস্ট খেলার জন্য প্রস্তুত নয়। তার জন্যই আমরা পাকিস্তানে দিবা-রাত্রির টেস্ট না খেলার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি।

আননদবাজার/এস.কে

আরও পড়ুনঃ  টি-টোয়েন্টি নয় আগে টেস্ট খেলতে চায় পিসিবি

সংবাদটি শেয়ার করুন