ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

৭২ কেজি ওজনের মাছ সন্ন্যাসী মেলায়

এক সন্ন্যাসীর সম্মতি নিয়ে প্রায় ২০০ বছর আগে স্থানীয়রা এ মেলা শুরু করেন। প্রতি বছরের মত এবছরও মাঘ মাসের শেষ বুধবারে বগুড়ার গাবতলী উপজেলার পোড়াদহ এলাকায় বসেছিল সন্ন্যাসী মেলা। কেউ আবার একে জানেন পোড়াদহ মেলা হিসেবে। এবারও মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে ছিল বিশালাকৃতির মাছ এবং মাছের আকৃতির বড় মিষ্টি। বুধবার মূল মেলা শেষে বৃহস্পতিবার আয়োজন করা হয় জামাই-বউ মেলার।

এবারের মেলার মূল আকর্শনে ছিল যমুনা নদী থেকে ধরা ৭২ কেজি ওজনের একটি বাঘা আইড় মাছ। মাছটির প্রতি কেজি এক হাজার ৮০০ টাকা দামে বিক্রী করা হয়েছে। তাছাড়াও আকর্শনে ছিল গাবতলী উপজেলার মহিষবাথান এলাকা থেকে আসা ১০ কেজি ওজনের মাছের আকৃতির একটি মিষ্টি।

প্রতিবছর সারা দেশ থেকে প্রায় ৪ লক্ষ্য মানুষ এই মেলায় আসে।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন