প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে প্রতিদিনই। এ ভাইরাসের কারণে পুরো বিশ্ব থেকে চীন একপ্রকার বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া মারাত্মক ক্ষতির মুখে পড়েছে দেশটির অর্থনীতি এবং চ্যালেঞ্জের মুখে পড়েছে বিশ্ব অর্থনীতিও। তাই সংশ্লিষ্টরা মনে করছেন, ভাইরাস প্রাদুর্ভাবের কারণে চীন-যুক্তরাষ্ট্র প্রথম পর্বের বাণিজ্য চুক্তিতেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।
মঙ্গলবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন আটলান্টিক কাউন্সিলের এক অনুষ্ঠানে বলেন, এই বছর চীন প্রতিশ্রুতি দিয়েছিল যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য কেনার। তবে এই ভাইরাসের কারণে তা বাস্তবায়ন করা সম্ভব না-ও হতে পারে।
তিনি আরও বলেন, প্রথম পর্বের চুক্তি চীনকে আরও বেশি খাদ্য আমদানির অনুমতি ও মার্কিন কৃষকদের জন্য এর বাজার উন্মুক্ত করে দেবে। কিন্তু চীনে করোনাভাইরাস প্রাদুর্ভাব এর ওপর বড় প্রভাব ফেলবে চলতি বছরে ক্রয়ের ক্ষেত্রে অন্তত।
চীনে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে। এখন পর্যন্ত দেশটিতে অন্তত ১ হাজার ১০৭ জন প্রাণ হারিয়ছেন, আক্রান্ত ৪৪ হাজারেও বেশি। এমন অবস্থায় যুক্তরাষ্ট্র চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞ পাঠিয়ে চীনকে সহযোগিতার প্রস্তাব দিয়েছিল কিন্তু ভাল প্রস্তাব হলেও সেটি এখনও গ্রহণ করেনি চীন।
গত মাসে প্রথম পর্যায়ের চুক্তি স্বাক্ষর করে যুক্তরাষ্ট্র ও চীন তাদের দুই বছর ধরে চলতে থাকা বাণিজ্যযুদ্ধ শিথিল করতে। চীন যুক্তরাষ্ট্র থেকে ২০০ বিলিয়ন ডলারের পণ্য আমদানির প্রতিশ্রুতি দেয় চুক্তি অনুসারে। তার বদলে যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর আরোপিত নতুন শুল্ক অর্ধেক করবে।
আনন্দবাজার/এস.কে