পুরো বিশ্বে জনপ্রিয় কমেডি চরিত্র ‘মিস্টার বিন’। রোয়ান অ্যাটকিনসনের বিখ্যাত এই চরিত্রকে অনুকরণ করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন কমেডিয়ান নিগেল ডিক্সন। সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত চীনের হুবেই শহরে আগে থেকেই অবস্থান করছিলেন ডিক্সন। কিন্তু করোনাভাইরাসের কারণে নিজের দেশের সুরক্ষার্থে এখনই বাড়ি ফিরতে চান না ব্রিটিশ এই নাগরিক। হুবেই থেকেই সচেতনতামূলক কমেডি তৈরি করে প্রশংসিত হচ্ছেন তিনি।
তিনি জানান, নিজেকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার মধ্য দিয়ে ছড়িয়ে দিতে চান না করোনাভাইরাস। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি না জেনেই নিজের দেশে ফিরে গিয়ে অন্যদের ঝুঁকির মধ্যে ফেলতে চান না তিনি। সে কারণেই উহান থেকে না যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
উহানে থেকেই করোনাভাইরাস মোকাবিলায় সবাইকে সচেতন করার কাজে নেমেছেন তিনি। ইতোমধ্যে ‘মিস্টার পিয়া’ নামে সচেতনতামূলক হাস্যরসাত্মক সিরিজ বের করেছেন এবং চীনের সামাজিক যোগাযোগের মাধ্যমে সেগুলো ছড়িয়ে দিয়েছেন।
এছাড়া, কিভাবে মাস্ক পরতে হবে, কিভাবে নিজে পরিচ্ছন্ন থাকতে হবে, কিভাবে অন্যদের থেকে নিরাপদ থাকা এবং অন্যদেরও নিরাপদ রাখা যায় সেসব বিষয় নিয়ে কমেডি তৈরি করছেন তিনি। কমেডির মধ্য দিয়ে সবাইকে সচেতন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। এবং করোনাভাইরাসের প্রকোপ শেষ না হওয়া পর্যন্ত উহান শহর ছাড়বেন না বলে ঠিক করেছেন তিনি।
আনন্দবাজার/ টি এস পি