ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বেড়ে চলেছে রাজস্ব আদায়ে ঘাটতি

চলতি অর্থবছরের সাত মাস পেরিয়ে গেলেও রাজস্ব আদায় পরিস্থিতির উন্নতি হয়নি এখনও। প্রত্যাশা অনুযায়ী রাজস্ব আদায় করা সম্ভব না হওয়ায় ঘাটতি বেড়েই চলেছে।

২০১৯-২০ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই থেকে জানুয়ারি) রাজস্ব আদায়ে ঘাটতি হয়েছে ৩৯ হাজার ৫৪২ কোটি টাকা। জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত যা ছিল ৩১ হাজার ৫০৭ কোটি টাকা। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরে অর্থমন্ত্রী সোয়া ৫ লাখ কোটি টাকার বাজেট দিয়েছেন। এই বাজেট বাস্তবায়নে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) জোগান দিতে হবে ৩ লাখ ২৫ হাজার ৬০০ কোটি টাকার, যা বাজেটের ৬২ শতাংশেরও বেশি। কিন্তু অর্থবছরের শুরু থেকেই এনবিআর বড় বড় হোঁচট খেয়েই আসছে।

চলতি অর্থবছরের সাত মাস ধরেই রাজস্ব আদায়ে ঘাটতি বেড়েই চলেছে। প্রথম মাস অর্থাৎ জুলাইতে ২ হাজার ৪১৫ কোটি টাকা কম রাজস্ব আদায় করা সম্ভব হয়। পরে জুলাই থেকে আগস্টে এই ঘাটতিন গিয়ে দাঁড়ায় ৯ হাজার ৩১৮ কোটি টাকায়, জুলাই থেকে সেপ্টেম্বরে ১৪ হাজার ৯০৭ কোটি টাকা, জুলাই থেকে অক্টোবরে ২০ হাজার ২২১ কোটি টাকা এবং জুলাই থেকে নভেম্বরে তা দাঁড়ায় ২৬ হাজার ৮৭৬ কোটি টাকা।

এনবিআরকে লক্ষ্য অর্জনে গত অর্থবছরের চেয়ে ৪৫ শতাংশের বেশি রাজস্ব আদায় করতে হবে। কিন্তু ছয় মাসে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয় মাত্র ৬ দশমিক ৭২ শতাংশ। এই লক্ষ্য অর্জনে রাজস্ব আদায়ে গতি বাড়াতে হবে দ্বিগুণ পরিসরে। এবার গত অর্থবছরের ২ লাখ ৮০ হাজার ৬৩ কোটি টাকার সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়েও ১৬ দশমিক ২৬ শতাংশ বেশি রাজস্ব আদায়ের লক্ষ্য রয়েছে এনবিআরের।

আনন্দবাজার/তাঅ

সংবাদটি শেয়ার করুন