সম্প্রতি চীন থেকে ছড়িয়ে পরা করোনাভাইরাসের প্রভাব পড়ল এবার দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাইয়ের ওপর। চীন থেকে যন্ত্রাংশ না আসায় উৎপাদন বন্ধ করে দিয়েছে দক্ষিণ কোরিয়ার উলসানে অবস্থিত কারখানা। গত শুক্রবার কারখানা বন্ধের ঘোষণা দিয়েছে কোম্পানিটি।
জানা যায়, দক্ষিণ কোরিয়ায় বন্ধ করে দেয়া কারখানা থেকে বছরে প্রায় ১৪ লাখ গাড়ি তৈরি করা হয়। তবে চীনের উহান শহরে করোনাভাইরাস ছড়িয়ে পরার পর অধিকাংশ কারখানা বন্ধ করে দিয়েছে চীন। ফলে চীন থেকে যন্ত্রাংশ আমদানিতে ভাটা পড়েছে কারখানাটির।
বিশ্লেষকদের মতে, হুন্দাইয়ের গাড়ি কারখানা বন্ধ হওয়ায় এর প্রভাব পড়বে সারা বিশ্বে। এবং হুন্দাইয়ের আর্থিক লোকসান হবে রীতিমতো বিস্ময়কর। যদি পাঁচ দিনও কারখানাটি বন্ধ থাকে, তাহলে এর জন্য ৬০০ বিলিয়ন ওন (দক্ষিণ কোরিয়ার মুদ্রা) বা ৫০০ মিলিয়ন ইউএস ডলার লোকসান হবে হুন্দাইয়ের।
আনন্দবাজার/ টি এস পি