ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

রাবিতে ইসলামিক স্টাডিজ বিভাগের রজত জয়ন্তী ও অ্যালামনাই সম্মেলন ১২ মার্চ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের ‘রজত জয়ন্তী ও অ্যালামনাই’ সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী মার্চের ১২ তারিখে (বৃহস্পতিবার)। রবিবার বিকেলে বিষয়টি জানিয়েছেন সম্মেলনের প্রচার কমিটির আহবায়ক ও বিভাগের অধ্যাপক ড. এ কে এম আব্দুল লতিফ।

এ বিষয়ে তিনি বলেন, রজত জয়ন্তী ও অ্যালামনাই সম্মেলন-২০২০ আগামী ১২ মার্চ অনুষ্ঠিত হবে। রেজিষ্ট্রেশনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

অধ্যাপক আব্দুল লতিফ আরো বলেন, সম্মেলন উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে রেজিস্ট্রেশন ফি ধার্য করা হয়েছে। জনপ্রতি সাধারণ সদস্য এবং আজীবন সদস্য (পুরাতন) ২ হাজার, আজীবন সদস্য (নতুন) এককালীন চাঁদাসহ ৭ হাজার, সহযোগী সদস্য এবং স্পাউজ ও সন্তানসহ ১ হাজার টাকা করে নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, বিভাগের বর্তমান অধ্যয়নরত সকল ছাত্র-ছাত্রী সহযোগী সদস্য হিসেবে গণ্য হবে বলে বিভাগ থেকে জানানো হয়। অ্যালামনাইয়ে রেজিস্ট্রেশন করতে নিচের ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে।

যোগাযোগের ঠিকানা: 

মোবাইল: ০১৯১৪২৫৪১১২, ০১৬৭৫০০১১৭৩

সংবাদটি শেয়ার করুন