ঢাকা | মঙ্গলবার
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সংকট কাটাতে তেল উৎপাদন কমাবে ওপেক

করোনা সংকটে তেলের বাজার ঠিক রাখার জন্য উৎপাদন আরও কমাতে সম্মত হয়েছে তেল রফতানিকারক দেশের সংগঠন ওপেক। চলতি সপ্তাহে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ওপেক ও রাশিয়াসহ অন্যান্য তেল উৎপাদকদের (ওপেক প্লাস) প্রতিনিধিদের ‘যৌথ টেকনিক্যাল কমিটি’র আলোচনায় এই সিদ্ধান্ত হয়।

ওপেকের সদস্য দেশ আলজেরিয়ার জ্বালানি মন্ত্রী এবং ওপেক সম্মেলনের সভাপতি মোহামেদ আরকাব শনিবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

মোহামেদ আরকাব বলেন, মহামারি করোনাভাইরাস অর্থনৈতিক কার্যক্রমে বিশেষ করে পরিবহন, পর্যটন ও শিল্পে; বিশেষ করে চীনে নেতিবাচক প্রভাব ফেলছে। আমি কমিটির সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছি, যা সাম্প্রতিক সংকট কাটিয়ে তেলের বাজারে স্থিতিশীলতা আনতে ওপেক প্লাস দেশগুলোর মধ্যে পারস্পরিক পরামর্শ অব্যাহত রাখবে।

করোনায় এ পর্যন্ত বিশ্বজুড়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৮১৩ জন, আক্রান্ত প্রায় ৩৮ হাজার। বিশ্বের অন্যতম তেল আমদানিকারক ও ব্যবহারকারী চীন। ফলে ভাইরাস সংক্রমণের কারণে বিপর্যয় শুরু হয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে, যার প্রভাব পড়েছে বিশ্ববাজারেও।

সংকট কাটাতে ওপেক ও এর মিত্র দেশগুলো প্রতিদিন প্রায় ছয় লাখ ব্যারেল তেল কম উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে। আলজেরিয়ান জ্বালানি মন্ত্রী জানান, যৌথ টেকনিক্যাল কমিটি তেল উৎপাদন সীমিত রাখার সময়সীমা ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে। বছরের দ্বিতীয় ভাগে উৎপাদনের কাটতি আরও বাড়ানো হবে।

 

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন