ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

হিলিতে ভারত-বাংলাদেশি ব্যবসায়ীদের বৈঠক

দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত-বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি রফতানি কার্যক্রম আরো গতিশীল করতেই এই বৈঠক অনু্ঠিত হয়। বৈঠকে অংশ নেন দুই দেশের আমদানিকারক, রফতানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ীরা।

শনিবার ৮ ফেব্রুয়ারি বিকেল ৪টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত হিলি সীমান্তের চেকপোস্টের গেটের শূন্যরেখায়, বিজিবির পোস্ট সংলগ্ন এলাকায় এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

ভারতের হিলি এক্সপোটার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট আ্যসোসিয়েশনের সভাপতি আলাউদ্দিন মণ্ডল ও সাধারণ সম্পাদক সনজিৎ মজুমদারের নেতৃত্বে ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধি দলের ৯ সদস্য বৈঠকে উপস্থিত ছিলেন। এদিকে হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন ও সিঅ্যান্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটনের নেতৃত্বে বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধি দলের ১৫ সদস্য উপস্থিত ছিলেন।

বৈঠকে দুই দেশের মধ্যে পণ্য আমদানি রফতানি কার্যক্রম পরিচালনা করতে বিরাজমান সমস্যাগুলো চিহ্নিত করে সেটা নিয়ে আলোচনা করা হয়।

বেশি পরিমাণে পণ্য আমদানি রফতানির উদ্দেশ্যে বন্দরের সড়ক প্রসস্তকরণ ও পাটবীজ আমদানির বিষয়েও বৈঠকে আলোচনা করা হয়। এছাড়া বিরাজমান সমস্যাগুলো নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষ থেকে নিজ নিজ দেশের সরকারের উচ্চপর্যায়ে পত্র দিয়ে জানানোর ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়।

 

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন