শীতের শেষ সময়ে বরিশালে ইলিশের আমদানি কিছুটা কমে এসেছে। তাই ইলিশের দামও বেড়েছে। তবে অন্যবারের তুলনায় এবার শীত মৌসুম ইলিশে ভরপুর থাকায় খুশি ব্যবসায়ীরা। দাম এখনও হাতের নাগালে থাকায় খুশি ক্রেতারাও। এদিকে ভরা পূর্ণিমা-আমাবস্যার জোয়ার না থাকায় ইলিশের আমদানি কিছুটা কমে এসেছে বলে জানালেন মৎস্য কর্মকর্তা।
বরিশালে বিগত কয়েকদিনে ইলিশের পাইকারি বাজারে ইলিশের আমদানি কিছুটা কমে গিয়েছে। আগে প্রতিদিন গড়ে প্রায় ৪শ’ থেকে ৫শ’ মণ ইলিশ বেচাকেনা হয়েছে। এখন বেচাকেনা হচ্ছে প্রায় ৩শ’ থেকে ৪শ’ মণ। তবে ইলিশ ছাড়া বাজারে অন্যান্য মাছের আমদানিও রয়েছে বেশ।
বরিশাল মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা ড. বিমল চন্দ্র দাস জানান, অন্যান্য বছরের তুলনায় এবার আমরা বেশি ইলিশ পাচ্ছি। আশা করি সামনে আরও বেশি ইলিশ পাব।
বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে ১২শ’ গ্রামের ইলিশের পাইকারি দাম ৮৫০ টাকা, ১ কেজির ইলিশ ৭৫০ টাকা, ৬০০ থেকে ৯০০ গ্রাম ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
আনন্দবাজার/শাহী