ঢাকা | বুধবার
৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়ের তাপমাত্রা ৭.১ ডিগ্রি

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে কিছুটা তাপমাত্রা বেড়েছে। শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিসে। তবে পঞ্চগড় ও তেঁতুলিয়ায় চলছে মৃদু শৈত্যপ্রবাহ।

গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকালে সূর্যের দেখা মিললেও সন্ধ্যা থেকে শুক্রবার সকালে ঠাণ্ডা বাতাস বইছে পুরো দমে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, আকাশে  মেঘ না থাকার কারণে সকাল থেকেই সূর্যের মুখ দেখা গেছে।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন