ঢাকা | মঙ্গলবার
২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রমজানের জন্য ১ লাখ টন চিনি আমদানি করবে সরকার

আসন্ন রমজান মাসের বাড়তি চাহিদা পূরণে এক লাখ টন চিনি আমদানি করবে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন। এই লক্ষ্যে একটি টেন্ডার আহবান করা হবে শীঘ্রই। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটির একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামী ১৪ মার্চ পর্যন্ত আগ্রহীরা টেন্ডার প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন বলে জানানো হয়েছে।

দেশে পর্যাপ্ত পরিমাণে মজুদ রাখার উদ্দেশ্যে চিনির পাশাপাশি নিত্য প্রয়োজনীয় অন্যান্য দ্রব্যাদিও আমদানি করা হবে। রমজান মাসে ভোক্তা পর্যায়ে মূল্য স্থিতিশীল রাখতেই এমন উদ্যোগ বলে জানা গেছে।

বর্তমানে বাংলাদেশ প্রতি বছর ১৪ লাখ টন করে চিনি আমদানি করে থাকে। বেসরকারি আমদানিকারকরা সাধারণত ব্রাজিল থেকে অপরিশোধিত চিনি কিনে প্রক্রিয়াজাত করে সেটা দেশের বাজারে বিক্রি করেন।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন