ঢাকা | মঙ্গলবার
২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

তিন জেলায় বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে

তিন জেলায় বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে বলে জানিয়েছে ‘পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ’।আগামীকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে দুপুর ৪টা পর্যন্ত গোপালগঞ্জ, বাগেরহাটের মোল্লাহাট ও খুলনার তেরখাদা উপজেলা অঞ্চলে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। ‘পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ’ এর একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গোপালগঞ্জ উপকেন্দ্র থেকে মাদারীপুর উপকেন্দ্র পর্যন্ত ১৩২ কেভি সঞ্চালন লাইনটি গোপালগঞ্জ ৪০০ কেভি গ্রিড উপকেন্দ্রের সাথে ইন-আউট করাসহ বার্ষিক সংরক্ষণ কাজের জন্য এসব অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই এলাকার সর্বসাধারণের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে পাওয়ার গ্রিড কোম্পানি। একইসাথে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন