ঢাকা | শনিবার
৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশের জন্য ৬টি ঘোড়া আমদানি করা হয়েছে

ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ পুলিশের জন্য ছয়টি ঘোড়া আমদানি করা হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে ভারতীয় একটি হর্স অ্যাম্বুলেন্সের ট্রাকে করে ঘোড়াগুলো বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করে।

বুধবার সকালে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনসের উদ্দেশে ঘোড়াগুলো পাঠানো হবে।

ঢাকার মহাসিন ব্রাদার্স নামের একটি প্রতিষ্ঠান ঘোড়াগুলোর সাপ্লাইকারী প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করে। ঠিকাদার প্রতিষ্ঠান মহাসিন ব্রাদার্সের ব্যবস্থাপক এনামুল হক জানান, বাংলাদেশ পুলিশের জন্য ঘোড়াগুলো কেনা হয়েছে। ঘোড়া ছয়টির দাম ৬৫ হাজার ডলার।

আরও জানা যায়, কলকাতার বিধাতা সাপ্লায়ারস নামের একটি রফতানিকারক প্রতিষ্ঠান থেকে ক্রয় করা হয়েছে ঘোড়াগুলো।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন