ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ৩৯ কোটি টাকার লেনদেন

বুধবার (০৫ ফেব্রুয়ারি) ডিএসই’র ব্লক মার্কেটে লেনদেনে অংশ নিয়েছে ৯টি কোম্পানি। এসব কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে সাড়ে ৩৯ কোটি টাকার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আরও জানা গেছে, ব্লক মার্কেটে অংশ নেয়া কোম্পানিগুলোর ১ কোটি ৬৮ লাখ ৬২ হাজার ১৫৪টি শেয়ার ১৪ বার হাত বদল হয়েছে। এর সাহায্যে কোম্পানিগুলোর ৩৯ কোটি ৬২ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ বিকন ফার্মার ২২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৯ কোটি ৭৯ লাখ ৮২ হাজার টাকার ওয়ান ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৫ কোটি ৪৯ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে সামিট পাওয়ারের।

এছাড়া ব্র্যাক ব্যাংকের ৪৮ লাখ ৩০ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ৯ লাখ ৭০ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ১৮ লাখ টাকার, ন্যাশনাল পলিমারের ৭ লাখ ৭৬ হাজার টাকার, এসএস স্টিলের ৬ লাখ ১৫ হাজার টাকার এবং স্ট্যান্ডার্ড সিরামিকের ৭২ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আনন্দবাজার/তাঅ

সংবাদটি শেয়ার করুন