ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

রিপোর্টার থেকে প্রেজেন্টার: ১০ বিভাগে জনবল নেবে নতুন জাতীয় দৈনিক

দেশের একটি শীর্ষস্থানীয় শিল্প গ্রুপের তত্ত্বাবধানে খুব শিগগিরই যাত্রা শুরু করতে যাচ্ছে নতুন একটি জাতীয় দৈনিক পত্রিকা। পত্রিকাটির কার্যক্রম শুরুর আগে বিভিন্ন বিভাগে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

“আমরা আপনাকেই খুঁজছি”—এই প্রত্যয়ে সাহসী, উদ্যমী এবং শুদ্ধ ও নির্ভুল বাংলা বলা-লেখায় পারদর্শী প্রার্থীদের আবেদন করতে আহ্বান জানানো হয়েছে।

যেসব বিভাগে নিয়োগ দেওয়া হবে

বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ১০টি বিভাগে নিয়োগ দেওয়া হবে। পদগুলো হলো-

১) প্রতিবেদক

২) শিক্ষানবিশ প্রতিবেদক

৩) সহসম্পাদক

৪) শিক্ষানবিশ সহসম্পাদক

৫) সম্পাদনা সহকারী

৬) মাল্টিমিডিয়া রিপোর্টার

৭) নিউজরুম এডিটর

৮) গ্রাফিক ডিজাইনার

৯) সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ

১০) প্রেজেন্টার (পুরুষ ও নারী)

যোগ্যতা ও অভিজ্ঞতা

আবেদনকারীদের ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। তবে বিশেষ ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। একই সঙ্গে ফ্রেশার ও অনভিজ্ঞ প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

প্রার্থীদের জন্য লেখা সম্পাদনায় দক্ষতা, অনুবাদে পারদর্শিতা এবং সংবাদ উপস্থাপনায় সক্ষমতা থাকা আবশ্যক বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বেতন ও আবেদন পদ্ধতি

নির্বাচিত প্রার্থীদের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা ওয়েজবোর্ড অনুযায়ী প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত পাঠাতে অনুরোধ করা হয়েছে।

আবেদন করতে এই ই-মেইল-এ সিভি পাঠিয়ে দিন: career.newsmedia@gmail.com

সংবাদটি শেয়ার করুন