ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বন্যায় প্লাবিত নিউজিল্যান্ড

সম্প্রতি ভয়াবহ বন্যার কবলে পড়েছে নিউজিল্যান্ডের সাউথল্যান্ডের দ্বীপের বাসিন্দারা। ভারী বর্ষণের কারণে সৃষ্টি হয়েছে এই বন্যা এবং ভূমিধসের। আটকা পড়েছে ছয়হাজার মানুষ। প্রাণহানি এড়াতে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

জানা যায়, ওই অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে ৬০ ঘণ্টায় এক হাজার মিলিমিটার (৩৯ ইঞ্চি)। ফলে নদনদীগুলোর উপচে পড়ে পানিতে সৃষ্টি হয়েছে ভয়াবহ এই বন্যার। এতে অনেক নদীর বাঁধ ভেঙ্গে গেছে এবং ধসে গেছে বিভিন্ন সড়ক। ওই এলাকার নিচুস্থানের বাসীন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে আসতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। তবে আটকা পড়েছে সেখানে ঘুরতে যাওয়া পর্যটকরা।

স্থানীয় স্কুল ও গির্জাগুলোকে ব্যবহার করা হচ্ছে আশ্রয়কেন্দ্র হিসেবে।

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন