ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাবির ‘খ’ ইউনিটের ফল প্রকাশ: অকৃতকার্য ৯৩ শতাংশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের (খ ইউনিট) ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করে।

এবারের পরীক্ষায় পাসের হার মাত্র ৭ দশমিক ২৯ শতাংশ। অর্থাৎ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রায় ৯৩ শতাংশই উত্তীর্ণ হতে পারেননি। গত ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত এ পরীক্ষায় অংশ নেন বিপুলসংখ্যক ভর্তিচ্ছু শিক্ষার্থী।

ফলাফল অনুযায়ী তিন শাখায় প্রথম স্থান অর্জন করেছেন মানবিক বিভাগ থেকে মো. শাহরিয়ার শিমুল, বিজ্ঞান বিভাগ থেকে রিফাত আল রাফি এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মো. আবির আহমেদ রোহান।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে এবার আবেদন করেছিলেন ১ লাখ ৭ হাজার ৭১২ জন। পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩ হাজার ৬১১ জন এবং উত্তীর্ণ হয়েছেন ৭ হাজার ৫৫৩ জন। শাখাভিত্তিক উত্তীর্ণদের মধ্যে মানবিক থেকে ৪ হাজার ১০৯ জন, বিজ্ঞান থেকে ২ হাজার ৯৮১ জন এবং ব্যবসায় শিক্ষা থেকে ৪৬৩ জন রয়েছেন। অসদুপায় অবলম্বনের অভিযোগে পাঁচজন পরীক্ষার্থীর ফল বাতিল করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, উত্তীর্ণ শিক্ষার্থীরা ২৭ জানুয়ারি বিকেল ৩টা থেকে ৫ ফেব্রুয়ারি বিকেল ৩টা পর্যন্ত অনলাইনে বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম পূরণ করতে পারবেন। কোটায় আবেদনকারীদের জন্য ১–৫ ফেব্রুয়ারির মধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে ফরম সংগ্রহ ও জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া ফল পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে ২১ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত।

সংবাদটি শেয়ার করুন