ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের জন্য সুখবর: ভিসা বন্ড শর্ত নেই

ঢাকাস্থ মার্কিন দূতাবাস মঙ্গলবার এক বার্তায় জানিয়েছে, আগামী ২১ জানুয়ারি থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিসা অনুমোদিত হলে ভিসা বন্ড জমা দেওয়া বাধ্যতামূলক হবে। তবে এই শর্তটি কেবল নতুন ভিসা অনুমোদনের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

এতে আরও বলা হয়েছে, এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ভিসা বন্ডের কোনো শর্ত প্রযোজ্য নয়। অর্থাৎ শুধুমাত্র ব্যবসা বা পর্যটন ভিসা (বি১/বি২) আবেদনকারীদের ক্ষেত্রে বন্ড জমা দিতে হবে।

মার্কিন দূতাবাস আরও জানিয়েছে, ভিসা সংক্রান্ত সঠিক ও হালনাগাদ তথ্যের জন্য তারা তাদের নিজস্ব ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দিচ্ছে। এতে বলা হয়েছে, ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে নতুন অনুমোদিত বি১/বি২ ভিসাধারীদের সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে।

তবে ২০২৬ সালের ২১ জানুয়ারির আগে ইস্যু করা বৈধ বি১/বি২ ভিসাধারীদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য হবে না। অর্থাৎ ইতিমধ্যেই বৈধ ভিসা থাকা ব্যক্তিদের জন্য বন্ড জমা বাধ্যতামূলক নয়।

সংবাদটি শেয়ার করুন