ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের পর এবার তিনি প্রশাসনের বিরুদ্ধে ‘নির্বাচনি দায়িত্ব’ পালনে অনিয়মের অভিযোগ তুলেছেন।
রোববার (১৮ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক ভিডিও বার্তায় তিনি সরাইল উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ইউএনওর একটি দাপ্তরিক চিঠি ফেসবুকে ছড়িয়ে পড়েছে এবং বিভিন্ন অনলাইন পোর্টালে তা প্রকাশিত হয়েছে। তিনি দাবি করেন, চিঠিটি মাত্র একদিনের মধ্যে ভাইরাল হয়ে গেছে।
ভিডিওতে রুমিন ফারহানা বলেন, চিঠিতে উল্লেখ করা হয়েছে যে ১৭ জানুয়ারি সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় তিনি একটি বিশাল প্যান্ডেলে জনসমাবেশ করে নির্বাচনি প্রচারণা করেছেন, যা নির্বাচনি আচরণ বিধিমালা ২০২৫ এর ১৮ ধারার লঙ্ঘন।
এরপর মবাইল কোর্ট পরিচালনা করে সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান ৪০ হাজার টাকা জরিমানা করেন এক ব্যক্তি জুয়েল মিয়াকে। চিঠিতে আরও উল্লেখ আছে, ওই সময় রুমিন ফারহানা ম্যাজিস্ট্রেটকে হুমকি ও অশোভন আচরণ করেন এবং জনসমাবেশে জনতাকে উসকে মব সৃষ্টি করেন।
রুমিন অভিযোগ করেন, যিনি রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষরিত চিঠির গোপনীয়তা ২৪ ঘণ্টা পর্যন্ত রক্ষা করতে পারেন না, তিনি কীভাবে ৫ লাখ ভোটারের ভোটের দায়িত্ব পালন করতে পারবেন? তিনি প্রশ্ন করেন, এমন ব্যক্তি কীভাবে নির্বাচনের দিন দায়িত্ব সঠিকভাবে সম্পাদন করবেন?
তিনি আরও বলেন, ১৩ জানুয়ারি আচরণবিধি লঙ্ঘনের কয়েকটি অভিযোগ তিনি জেলা রিটার্নিং অফিসে (ডিসি অফিসে) দাখিল করেছেন, কিন্তু এখনও কোনো আপডেট পাননি। তার দাবি, তার প্রতিদ্বন্দ্বী বা বিএনপি-সমর্থিত প্রার্থী প্রতিদিন মাইকিং ও জনসভা করছেন, কিন্তু তাদের বিরুদ্ধে সরকারি কর্মকর্তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না।
তিনি বলেন, বড় দলের প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলেও সরকারি কর্মকর্তারা তাতে কোনো পদক্ষেপ নিচ্ছেন না এবং স্বতন্ত্র প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে অন্যায়ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রুমিন ফারহানা আরও বলেন, যে বৃদ্ধাঙ্গুলির কথা এসেছে, সেটি আসলে আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একটি জনসভায় মাইকে বক্তৃতার সময় ম্যাজিস্ট্রেটের গাড়ির দিকে দেখিয়ে ছিলেন। তিনি ওই ঘটনায় ম্যাজিস্ট্রেটকে বলা হয়েছিল, ‘ম্যাজিস্ট্রেট আমাদের কিছু করতে পারবেন না’, এমন বক্তব্যের প্রেক্ষিতে রুমিন বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে ওই বৃদ্ধাঙ্গুলির উল্লেখ করেন।




