টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসরের আয়োজক দেশ ভারত। সবকিছু নির্ধারিত থাকলে আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে এই প্রতিযোগিতা। এর আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরে ভারতীয় দল কঠোর সমালোচনার মুখে পড়েছে। বিশেষত অধিনায়ক শুভমান গিলের নেতৃত্বে দলের বাজে পারফরম্যান্স নিয়ে সমালোচনা বেড়েছে।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে প্রথমবারের মতো হারের পর অধিনায়ক গিল ও অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে শাস্তি স্বরূপ ঘরোয়া ক্রিকেটে অংশ নিতে নির্দেশ দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
ভারতের ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, শেষ মুহূর্তে কোনো পরিবর্তন না হলে ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া রঞ্জি ট্রফির পাঞ্জাব বনাম সৌরাষ্ট্র ম্যাচে এই দুই ক্রিকেটার নিশ্চিতভাবে খেলবেন। অর্থাৎ তারা একে অপরের বিপক্ষে মাঠে নামবেন।
চলতি মৌসুমে রঞ্জি ট্রফিতে গিল এখনও কোনো ম্যাচ খেলেননি। গত মৌসুমে কর্নাটকের বিপক্ষে তার শেষ লাল বলের ঘরোয়া ম্যাচ হয়েছিল। জাদেজা এই মৌসুমে সৌরাষ্ট্রের হয়ে একটি ম্যাচ খেলেছেন। বর্তমানে দুজনেরই দেশের হয়ে কোনো খেলা নেই, জাদেজা টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন এবং গিল নিউজিল্যান্ড সিরিজ ও আসন্ন বিশ্বকাপে দলের বাইরে আছেন। ফলে রঞ্জি ট্রফির গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে তাদের খেলতে দেখা যাবে।
অধিনায়ক হওয়ার পর থেকে গিল চোটের সঙ্গে লড়াই করেছেন। দুইবার বড় চোটে পড়ায় তার পারফরম্যান্সে প্রভাব পড়েছে। একই সঙ্গে অধিনায়কত্ব নিয়ে প্রশ্নও উঠেছে। অন্যদিকে জাদেজা নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে মাত্র ৪৩ রান করেছেন এবং কোনো উইকেট নিতে পারেননি।
আগামী বছর ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে ভারত দল প্রস্তুতি নিতে চাইছে। সিরিজে রান না পেলেও রোহিত শর্মা আগের দুই সিরিজে ভালো খেলেছেন। বিরাট কোহলি দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের সেরা ব্যাটসম্যান হিসেবে নজর কেড়েছেন।




