ঠিকানা না পাওয়ায় মালয়েশিয়া ও ইতালি থেকে ৫,৬০০ প্রবাসীর পোস্টাল ব্যালট ফেরত এসেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই তথ্য জানান তিনি।
মো. সানাউল্লাহ বলেন, প্রবাসীদের ঠিকানা খুঁজে না পাওয়ায় এসব ব্যালট পেপার সংশ্লিষ্ট দেশের ভোটারদের কাছে পৌঁছায়নি।
ইসি জানায়, ফেস ডিটেকশন ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের কারণে পোস্টাল ব্যালটে একজনের ভোট অন্য জন দেওয়ার সুযোগ নেই। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে সেগুলো দেখে কারো বিভ্রান্ত হওয়ার কারণ নেই।




