ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে টিএসসি প্রদক্ষিণ করে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করেন সংগঠনটির নেতাকর্মীরা। ঢাকা মহানগর ছাত্রশিবির এই কর্মসূচির উদ্যোগ নেয়।

মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানে নির্বাচন স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদ জানান। তারা উচ্চারণ করেন ‘মব করে শাকসু বন্ধ করা যাবে না’, ‘শাকসু দিতে হবে, দিয়ে দাও’, ‘হারার ভয়ে খেলে না, সেই কথা তো বলে না’, ‘দালালি না শাকসু, লন্ডন না শাকসু’, ‘ইসি যদি ভয় পায়, পদে থাকার দরকার নাই’ ইত্যাদি।

সমাবেশে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)–এর ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, নির্বাচনে জয়-পরাজয় স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু পরাজয়ের আশঙ্কায় নির্বাচন কমিশনের ওপর চাপ সৃষ্টি করে ভোট বন্ধের চেষ্টা করা ছাত্রসমাজ কখনো মেনে নেবে না।

তিনি আরও অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল হাইকোর্টে গিয়ে এমন রায় এনেছে যার মাধ্যমে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদসহ বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে আমরা এই রায় প্রত্যাখ্যান করছি।

সংবাদটি শেয়ার করুন