ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

২১ জানুয়ারি ডে’ডলাইনের কথা অস্বীকার করল বিসিবি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া জটিলতা এখনও কাটেনি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে দুই দফা বৈঠক হলেও চূড়ান্ত কোনো সমাধান মেলেনি। সম্প্রতি আইসিসির একটি প্রতিনিধি দল ঢাকায় এসে বিসিবি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে গেলেও সিদ্ধান্ত ঝুলেই রয়েছে।

গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছিল যে, আগামী ২১ জানুয়ারির মধ্যে আইসিসি এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে বলে বিসিবিকে অবহিত করা হয়েছে। তবে সোমবার (১৯ জানুয়ারি) এই তথ্য নাকচ করেছেন বিসিবির মিডিয়া বিভাগের চেয়ারম্যান আমজাদ হোসেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, আইসিসির পক্ষ থেকে নির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি।

আমজাদ হোসেন বলেন, ‘১৭ জানুয়ারি আইসিসির একজন প্রতিনিধি ঢাকায় এসে আমাদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে আমরা স্পষ্টভাবে জানিয়েছি নির্দিষ্ট ভেন্যুতে গিয়ে খেলতে আমরা অপারগ। বিকল্প ভেন্যু হিসেবে অন্য দেশ বিবেচনার অনুরোধও করা হয়েছে।’

তিনি আরও যোগ করেন, ‘আইসিসির প্রতিনিধি বলেছেন, তারা আমাদের বক্তব্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবেন এবং পরবর্তী সিদ্ধান্ত পরে অবহিত করবেন। তবে কবে জানাবেন এমন কোনো তারিখ উল্লেখ করা হয়নি, কেবল পরবর্তী বৈঠকের সময়সূচি জানাবেন বলে জানিয়েছেন।’

উল্লেখ্য, আইপিএল নিলামে দল পাওয়া সত্ত্বেও মুস্তাফিজুর রহমানকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার ঘটনার পর নিরাপত্তাজনিত উদ্বেগ আরও জোরালো হয়। এ কারণে ভারতে বিশ্বকাপ খেলতে আপত্তি জানিয়ে বিসিবি ভেন্যু শ্রীলঙ্কায় স্থানান্তরের আবেদন করেছে। দুই পক্ষের মধ্যে আলোচনা চললেও এখনো বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য অনিশ্চয়তার মধ্যেই রয়েছে।

সংবাদটি শেয়ার করুন