আজ (সোমবার) থাইল্যান্ডের ব্যাংককে সাফ নারী ফুটসালের তৃতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল নেপাল। গত ম্যাচে ভুটানের বিপক্ষে ড্র করলেও আজকে সাবিনারার দল ৩-০ গোলে জয় পেয়েছে।
ম্যাচের প্রথমার্ধেই চমৎকার পাফামেন্স দেখিয়ে ২-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। অধিনায়ক সাবিনা খাতুন গোলের সূচনা করেন। এনিয়ে তিন ম্যাচে ৪ গোল করেন তিনি। আজ ম্যাচের দ্বিতীয় গোল করেন কৃষ্ণা রাণী সরকার। দারুণ দক্ষতায় কৃষ্ণা দূর থেকে শট নিয়ে নেপালের গোলরক্ষককে পরাস্ত করেন।
দ্বিতীয়ার্ধেও বাংলাদেশ অনেক আক্রমণাত্বক হয়ে উঠে। ফলে নেপালের গোলরক্ষক বাংলাদেশের আক্রমণ সামলাতে হিমসিম খাচ্ছিলেন। লিপি আক্তারের নেওয়া জোরালো শট অবশ্য ঠেকাতে পারেননি নেপালী গোলরক্ষক। ফ্রি কিক থেকে সুমাইয়ার বাড়ানো বলে বক্সের বাইরে থেকে দারুণভাবে শট নেন লিপি। পরে নেপালের আক্রমণ গোলরক্ষক ঝিলি দারুণ দক্ষতায় ঠেকান।
প্রথম ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে। আজ তৃতীয় ম্যাচে নেপালকে হারিয়ে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শিরোপার সম্ভাবনা প্রবল করল বাংলাদেশ।
সাফ ফুটসালে নারী ও পুরুষের সাতটি দল অংশগ্রহণ করছে। ৬ ম্যাচ শেষে শীর্ষ পয়েন্টধারী দল চ্যাম্পিয়ন হবে। বাংলাদেশ পুরুষ ফুটসাল দল তিন ম্যাচে পেয়েছে চার পয়েন্ট। আগামীকাল তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। পরশু দিন সাবিনারাও খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে।




