বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশনের ওপর দলটির শতভাগ আস্থা রয়েছে। তিনি জানান, কমিশন তাদের যোগ্যতা ও দায়িত্ব পালনের ভিত্তিতে সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে—এটাই বিএনপির প্রত্যাশা।
তিনি বলেন, “নির্বাচন কমিশনকে আমরা সম্মান করি। তারা যোগ্যতা ও সক্ষমতার ভিত্তিতে দায়িত্ব পালন করবে বলে আমাদের বিশ্বাস।”
সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর জিয়া উদ্যানের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ফখরুল বলেন, “জনগণ ভোটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে—এতে যেন কোনো বাধা না আসে, সেই দিকে নির্বাচন কমিশনকে নজর দিতে হবে। জনগণের আস্থা ফিরিয়ে আনতে সুষ্ঠু নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, “বিএনপি গণতন্ত্রের পথে অটল। আমরা বিশ্বাস করি, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর সম্ভব। তাই নির্বাচন কমিশন যেন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন—এটাই আমাদের দাবি।”
বিএনপির এই অবস্থান দেশে চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে, যেখানে ভোট প্রক্রিয়া ও নির্বাচনকালীন নিরাপত্তা নিয়ে নানা বিতর্ক দেখা যাচ্ছে।
এদিকে, আগামী নির্বাচন নিয়ে দেশজুড়ে রাজনৈতিক উত্তাপের মধ্যে বিএনপি নির্বাচন কমিশনের ওপর আস্থা প্রকাশ করায় এক ধরনের ইতিবাচক সঙ্কেত এসেছে। তবে দলটি একই সঙ্গে নিরপেক্ষ ও সুষ্ঠু ভোট বাস্তবায়নের জন্য সব সময় জনগণের স্বার্থে সচেতন থাকার কথা বলছে।




