ঢাকা | শনিবার
৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বাড্ডায় অটোচালকদের প্রতিবাদ: লিথিয়াম অটো বন্ধের দাবিতে রাস্তায় অবরোধ

রাজধানীর বাড্ডায় ব্যাটারিচালিত (লিথিয়াম) রিকশা চালকরা সড়ক অবরোধ করেছেন। তারা লিথিয়াম ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি শুরু করেছেন। তাদের দাবি মেনে না নেওয়া হলে তারা আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বাড্ডার ফুজি টাওয়ারের সামনে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এর ফলে কুড়িল থেকে রামপুরা পর্যন্ত সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে। যানবাহন না চলায় সকাল থেকেই সাধারণ মানুষসহ যাত্রীদের ভোগান্তি বেড়েছে।

বাড্ডা থানার পরিদর্শক (অপারেশন) আজহারুল ইসলাম বলেন, “একটি দাবির ভিত্তিতে ব্যাটারিচালিত রিকশা চালকরা সড়ক অবরোধ করেছেন। এই এলাকায় ইতোমধ্যে মেট্রোরেলের কাজ চলছে। সড়ক অবরোধের কারণে যানজট আরও বেড়ে গেছে। আমরা ঘটনাস্থলে আছি এবং তাদেরকে বোঝিয়ে সরানোর চেষ্টা করছি।”

সংবাদটি শেয়ার করুন