ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

গাজা সংকট নিরসনে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এ ভারত ও পাকিস্তানকে আমন্ত্রণ

ফিলিস্তিনি ছিটমহল গাজায় চলমান সংকটকে কেন্দ্র করে বৈশ্বিক দ্বন্দ্ব-সংঘাত নিরসনের লক্ষ্যে যুক্তরাষ্ট্র নতুন কূটনৈতিক উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগের অংশ হিসেবে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের তত্ত্বাবধানে গঠিত ‘বোর্ড অব পিস’-এ যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানকে।

ভারতের আমন্ত্রণ পাওয়ার বিষয়টি দেশটির একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা নিশ্চিত করেছেন। তিনি ইসরায়েলি সংবাদমাধ্যম আই২৪নিউজকে জানান, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ এসেছে। তবে ভারত এই উদ্যোগে যোগ দেবে কি না, তা এখনও চূড়ান্ত হয়নি। অন্যদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ‘বোর্ড অব পিস’-এ যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন এবং গাজায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক উদ্যোগে ইসলামাবাদ অংশগ্রহণে আগ্রহী।

বিভিন্ন আঞ্চলিক সংঘর্ষ, মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং বৈশ্বিক রাজনৈতিক চাপের প্রেক্ষাপটে এই উদ্যোগ নিয়েছেন ট্রাম্প। আন্তর্জাতিক কূটনৈতিক সূত্র বলছে, এ পর্যন্ত ৬০টি দেশকে ‘বোর্ড অব পিস’-এ যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। জর্ডান, গ্রিস, সাইপ্রাস ও পাকিস্তান ইতোমধ্যে আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে কানাডা, তুরস্ক, মিশর, প্যারাগুয়ে, আর্জেন্টিনা ও আলবেনিয়াও আমন্ত্রণ পাওয়ার কথা জানিয়েছিল। তবে এখন পর্যন্ত কোন দেশ চূড়ান্তভাবে এই শান্তি বোর্ডে যোগ দিচ্ছে, সে বিষয়ে যুক্তরাষ্ট্র পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেনি।

বিশ্লেষকরা মনে করেন, গাজা সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া এই উদ্যোগ ভবিষ্যতে বৈশ্বিক শান্তি আলোচনার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হতে পারে।

সংবাদটি শেয়ার করুন