বিএনপি সরকার গঠিত হলে আলেম-ওলামাদের জন্য নির্দিষ্ট ভাতার ব্যবস্থা করা হবে বলে ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু জানিয়েছেন। তিনি বলেন, তিনি বাবার মতোই আলেম-ওলামা ও মাদ্রাসা-মসজিদের উন্নয়নে কাজ করতে চান।
বিএনপি সরকার ক্ষমতায় এলে আলেম-ওলামাদের জন্য ভাতা ব্যবস্থা করার পাশাপাশি প্রতিটি পরিবারের মায়েদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে এবং কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ দেওয়া হবে।
রোববার (১৮ জানুয়ারি) বিকালে ফরিদপুরের সালথা উপজেলা সদরের সালথা সরকারি কলেজ মাঠে স্থানীয় গণঅধিকার পরিষদের আয়োজন করা দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি বলেন, সালথা ও নগরকান্দা এলাকায় অসংখ্য মাদ্রাসা ও মসজিদ রয়েছে এবং ওই এলাকার আলেম-ওলামারা সমাজ ও নৈতিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের সম্মান ও জীবনমান উন্নয়নে বিএনপি সবসময় আন্তরিক।
অনুষ্ঠানে ফরিদপুর জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।




