জামায়াতের এমপি পদপ্রার্থী ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা বলেছেন, তাকে নানাভাবে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
রোববার (১৮ জানুয়ারি) তিনি নিজ ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে এ তথ্য জানান।
তিনি জানান, গতকাল থেকে বিভিন্ন মাধ্যমে তার বিরুদ্ধে হত্যার হুমকি বাড়ছে। তিনি বলছেন, “আমি মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত, ইনশাল্লাহ।” মুফতি আমির হামজা তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই বক্তব্য প্রকাশ করেছেন।
মুফতি আমির হামজা তার পোস্টে আরও বলেন, কুষ্টিয়ায় তিনি যে ‘ইনসাফ কায়েমের লড়াই’ শুরু করেছেন, সেটি যেন কেউ থামাতে না পারে। তিনি উল্লেখ করেন, তিনি যদি অনুপস্থিত থাকেন তবু এই লড়াইকে শক্তভাবে এগিয়ে নিতে হবে।
এসময় তিনি বিশেষভাবে অনুরোধ করেন—তার ৩ শিশু কন্যাসন্তানকে সবাই যেন স্নেহমমতা ও নিরাপদ পরিবেশে রাখে।
তিনি বলেন, তার পরিবারকে বিশেষভাবে নিরাপদ রাখা প্রয়োজন, কারণ তাঁর বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়া হচ্ছে এবং এটি শুধু তারই নয়, তার পরিবারের নিরাপত্তাকেও সরাসরি হুমকির মুখে ফেলে দিচ্ছে।
মুফতি আমির হামজা পোস্টে বলেন, তিনি মৃত্যুর জন্য প্রস্তুত থাকলেও, তার অনুপস্থিতিতে কুষ্টিয়ায় যে সুশাসন, ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে, তা যেন বন্ধ না হয়। তিনি তার অনুসারীদের উদ্দেশ্যে বলেন, “যে ইনসাফের লড়াই আমরা শুরু করেছি, তা প্রতিষ্ঠিত করুন।”
এতে তিনি ইঙ্গিত করেছেন—তার বিরুদ্ধে যে হুমকি চলছে তা শুধু রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং একটি বড় ধরনের পরিকল্পিত চক্রান্ত হতে পারে।
মুফতি আমির হামজা এর আগে বিভিন্ন সময়ে সামাজিক ও ধর্মীয় প্ল্যাটফর্মে বক্তব্য দিয়ে থাকেন। তিনি রাজনৈতিক ও সামাজিক অরাজকতার বিরুদ্ধে কড়া অবস্থান নেন। তার এই হুমকির বিষয়টি যদি সত্য হয়, তাহলে এটি কেবল ব্যক্তিগত নয়, বরং রাজনৈতিক পরিবেশের জন্যও উদ্বেগজনক একটি ঘটনা।
তাই তার পরিবারসহ তাকে নিরাপদ রাখার জন্য প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান অনেকেই।




