ঢাকা | শনিবার
৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

রাজপথে চলতে হলে এখনো মৃত্যু’র ভয় থাকে: হাসনাত

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য প্রার্থী ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যে বয়সে নির্ভর জীবন কাটানো, পরিবারকে সময় দেওয়া ও মা-বাবার কাছে নিরাপদে থাকা উচিত, সেই বয়সেও তাঁরা রাজপথে এবং কোর্টের বারান্দায় চলতে গিয়ে মৃত্যুর পরোয়ানা মাথায় নিয়ে জীবন কাটাচ্ছেন। তিনি বলেন, ঘর থেকে বের হলে জানেন না নিরাপদে ফিরবেন কি না, সন্তানও জানে না তার বাবা ঘরে ফিরবে কি না। পাশাপাশি তিনি হাদি ভাইয়ের উদাহরণ টেনে বলেন, হাদি ভাই আর কখনও ফিরে পাবেন না তাঁর সন্তান।

রোববার (১৮ জানুয়ারি) কুমিল্লার দেবিদ্বার পৌর মিলনায়তনে ‘নারীর ক্ষমতায়ন ও নারী শিক্ষার উন্নয়নে বেগম খালেদা জিয়ার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, এখানে যারা বসে আছেন তারা সবাই খেটে খাওয়া মানুষের সন্তান; এখানে কোনো এমপি, মন্ত্রী বা সচিবের সন্তান নেই। তিনি তাদের ‘ব্লাডি সিটিজেন’ বলে সম্বোধন করে বলেন, দেশের জন্য যখন রক্তের প্রয়োজন হয়, তখন তারা রাস্তায় আসে, দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে। তাদের রক্তের ওপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে। তিনি বলেন, তারা “ব্লাডি সিটিজেন” হিসেবে “ব্লাডি ফরেইনাদের” হাতে দেশটা তুলে দেবেন না এবং এই লড়াই তাদের প্রজন্মের লড়াই।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, গত ১৭ বছরে এই মাঠ সহজ ছিল না।

২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ড, ২০১৩ সালের শাপলা চত্ত্বরে গণহত্যা, ২০১৪ সালে ভোট চুরির মতো ঘটনায় নৈতিক আন্দোলনগুলোতে দমনপীড়ন চালানো হয়েছে। এই রক্তের মধ্য দিয়ে আজকের অবস্থানে পৌঁছেছে বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, দেবিদ্বারকে আর কখনও কারও ‘মানি মেশিন’ হতে দেয়া হবে না।

আলোচনা সভায় দেবিদ্বার উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও জাতীয় ছাত্রশক্তির দেবিদ্বার উপজেলা প্রতিনিধি মো. হাসানের সঞ্চালনায় বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কুমিল্লা উত্তর জেলার সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান মু. সাইফুল ইসলাম শহীদ, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক মো. আসাদুজ্জামান, দেবিদ্বার উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহীদুল ইসলাম, ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক মো. আল আমিন সরকার, দেবিদ্বার উপজেলা এনসিপির ভারপ্রাপ্ত সমন্বয়ক মো. জাহাঙ্গীর আলম সরকার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন