ঢাকার একটি আদালত জেমকন গ্রুপের পরিচালক কাজী ইনাম আহমেদ, ইউনাইটেড গ্রুপ ও নেপচুন হাউজিং লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা (রাজা মিয়া) এবং আরও দুইজনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন। অন্য দুইজন হলেন ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মঈন উদ্দিন হাসান রশিদ এবং নেপচুন হাউজিং লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ।
রোববার (১৮ জানুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন, যা দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম নিশ্চিত করেন।
কাজী ইনাম আহমেদের বিরুদ্ধে অভিযোগ, তিনি অবৈধভাবে জ্ঞাত আয় ও সম্পদ অর্জন করে ৩২ কোটি ৬৬ লাখ টাকার সম্পদ নিজের দখলে রেখেছেন এবং ১৪টি ব্যাংকে পরিচালিত হিসাবের মাধ্যমে ৭৪ কোটি ৭৮ লাখ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করে মানিলন্ডারিং করেছেন; এই মামলাটি বর্তমানে তদন্তাধীন।
তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়, তিনি বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, ফলে তদন্ত ব্যাহত বা দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা থাকায় তাকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া জরুরি বলে আদালত বিবেচনা করেন।
অপরদিকে হাসান মাহমুদ রাজা ওরফে রাজা মিয়া ও অন্যান্যদের বিরুদ্ধে অভিযোগ, তারা পরস্পর যোগসাজশে জাল দলিলের মাধ্যমে সরকারি সম্পত্তি দখল, অবৈধ সম্পদ অর্জন, বিদেশে অর্থ পাচার এবং ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অনিয়মের মাধ্যমে আইপিপি রেটে গ্যাস সরবরাহ সংক্রান্ত বিষয়ে অনুসন্ধান চলছে।
অনুসন্ধান টিমের তথ্য অনুযায়ী, অভিযোগ সংশ্লিষ্টদের মধ্যে রাজা মিয়া ও আরও তিনজন বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।
তাই অনুসন্ধান ও ন্যায় বিচারের স্বার্থে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন বলে আদালত বিবেচনা করে।




