ঢাকা | মঙ্গলবার
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

এবার বন্যপ্রাণী বাণিজ্য বন্ধ করতে চায় চীন

বর্তমান সময়ের প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারী প্রতিরোধে হিমশিম খাচ্ছে চীন। আতঙ্ক শুধু চীনেই নয়, ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। ধারণা করা হচ্ছে উহান শহরের হুয়ানান সিফুড মার্কেট থেকে ভাইরাসটি ছড়িয়েছে। শুরুর দিকে বন্যপ্রাণী বাণিজ্যে লাগাম টানলেও এবার বড় ধরনের অভিযান চালানোর নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

চীনে করোনাভাইরাস ছড়ানোর সাথে সাথেই উঠে আসে উহানের হুয়ানান সিফুড মার্কেটের নাম। নানা বন্যপ্রাণীর সন্ধান মেলে এই বাজারে। এছাড়া গন্ধগোকুল, শেয়াল, কুমির, নেকড়ে, সাপ, বাদুড়, ইঁদুর, সজারুসহ অন্তত ১১২ ধরনের প্রাণীর মাংস পাওয়া যায় সেখানে। অবাধে অবৈধভাবে চলে এসব বন্যপ্রাণী বেচাকেনা। আবার চাইলে অনলাইনের মাধ্যমে ঘরে বসেই পাওয়া যাবে এসব পশুর মাংস।

বেইজিংয়ের চাইনিজ অ্যাকাডেমি অফ সায়েন্সের গবেষকদের ধারণামতে, ভাইরাসটির উৎস বাদুড় ও সাপ হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) বিশেষজ্ঞদের তথ্যমতে, বাদুড় থেকে এ ভাইরাস ছড়ানোর সম্ভাবনা ৭০ ভাগ।

জানা যায়, করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর হাসপাতালে ভর্তি হওয়া প্রথম ৯৯ রোগীর ৪৭ জনই হুয়ানান বাজারে কাজ করতেন। এর মধ্যে দুজন ছিলেন সাধারণ ক্রেতা। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পরপরই বন্ধ করে দেয়া হয় বাজারটি।

এখন বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য বন্ধ করতে চান চীনের শীর্ষ নেতৃত্বরা। এজন্য বাজারে নজরদারি বাড়ানোর কথা জানায় দ্য পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটি। তাছাড়া বন্যপ্রাণী বাণিজ্য নিষিদ্ধ করতে চীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশবাদীরা।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন