ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই সংক্রান্ত রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে শেষ দিনের আপিল আবেদনের শুনানি শুরু হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) সকাল সোয়া ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেজমেন্ট-২) মিলনায়তনে আপিল শুনানি শুরু হয়। এটি দুপুর ১২টা পর্যন্ত চলবে।
আজ মোট ৬১১ থেকে ৬৪৫ নম্বর পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হচ্ছে। এই সংখ্যার বাইরে যেসব আপিল আবেদন পেন্ডিং রয়েছে, সেগুলোর শুনানিও ধাপে ধাপে অনুষ্ঠিত হবে। এর আগে গতকাল অষ্টম দিনে (শনিবার) মোট ১১২টি আপিল আবেদনের শুনানি নেয়া হয়। ওই শুনানিতে ৪৫টি আপিল মঞ্জুর করা হয়—যার মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ৪৩টি এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ২টি আবেদন মঞ্জুর হয়। একই সঙ্গে ৩৭টি আপিল না-মঞ্জুর করা হয়, যাদের মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ১৩টি এবং গ্রহণের বিরুদ্ধে ২৪টি আবেদন ছিল।
শুনানির সময় ৯টি আপিল আবেদন প্রত্যাহার করা হয় এবং ২ জন আপিলকারী অনুপস্থিত থাকায় তাদের আবেদন শুনানি থেকে বাদ পড়ে। এছাড়া কমিশন ১৯টি আপিল আবেদনের সিদ্ধান্ত অপেক্ষমাণ রেখেছে।
এদিকে সংশোধিত তফসিল অনুযায়ী নির্বাচন সময়সূচিতে আপিল নিষ্পত্তির সময়সীমা ১০ থেকে ১৮ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। এরপর রিটার্নিং কর্মকর্তা ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে এবং তা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত।




