অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে গুরুত্বপূর্ণ এক বৈঠকে বসতে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে এই বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে। প্রতিনিধি দলে আরও রয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
দলের শীর্ষ পর্যায়ের নেতাদের অংশগ্রহণে এই বৈঠক রাজনৈতিক অঙ্গনে বাড়তি গুরুত্ব পাচ্ছে।
রাজনৈতিক অঙ্গনে ধারণা করা হচ্ছে, সাক্ষাতে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম, দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনকালীন পরিবেশ এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জামায়াতের অবস্থান ও প্রত্যাশার বিষয়গুলো আলোচনায় আসতে পারে। পাশাপাশি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়েও জামায়াতের পক্ষ থেকে মতামত তুলে ধরা হতে পারে।
এ ছাড়া রাজনৈতিক দলগুলোর জন্য সমান সুযোগ সৃষ্টি, নেতাকর্মীদের বিরুদ্ধে থাকা মামলা, গ্রেপ্তার ও হয়রানির অভিযোগ, সভা-সমাবেশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধারের বিষয়গুলোও আলোচনায় স্থান পেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকারের মধ্যে সংলাপের প্রেক্ষাপটে এই বৈঠককে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।
এই সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি জানান, জামায়াতের শীর্ষ নেতাদের একটি প্রতিনিধি দল নির্ধারিত সময়েই প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জামায়াতের এই বৈঠক দেশের চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে আগামী দিনে নির্বাচন ও রাজনৈতিক সমঝোতার ক্ষেত্রে নতুন দিকনির্দেশনা আসতে পারে বলেও তারা মনে করছেন।




