২০২৬ অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে বাংলাদেশ ও ভারতের গ্রুপ ম্যাচটি মাঠের খেলায় যেমন উত্তেজনা ছড়িয়েছে, তেমনি টসের সময় ঘটে যাওয়া একটি ঘটনাও আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। টসের সময় দুই দলের প্রতিনিধিদের মধ্যে হ্যান্ডশেক না হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়। তবে ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়রা পরস্পরের সঙ্গে হ্যান্ডশেক করে বিষয়টির ইতি টানেন। বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে ডিএলএস পদ্ধতিতে ১৮ রানে জয় পায় ভারত।
টসের সময় হ্যান্ডশেক না হওয়ার বিষয়টি নিয়ে দ্রুত ব্যাখ্যা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংস্থাটি জানায়, ঘটনাটি ছিল পুরোপুরি অনিচ্ছাকৃত এবং মুহূর্তের অসাবধানতার ফল। এতে প্রতিপক্ষের প্রতি কোনো ধরনের অসম্মান বা অবহেলার উদ্দেশ্য ছিল না। এ বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
ওই ম্যাচে ভারতের পক্ষে টসে উপস্থিত ছিলেন অধিনায়ক আয়ুশ মাহাত্রে। বাংলাদেশের নিয়মিত অধিনায়ক আজিজুল হাকিম অসুস্থ থাকায় টসের সময় মাঠে থাকতে পারেননি। তার পরিবর্তে সহ-অধিনায়ক জাওয়াদ আবরার দলের প্রতিনিধিত্ব করেন। যদিও পরে আজিজুল হাকিম সুস্থ হয়ে ম্যাচে অংশ নেন।
এ প্রসঙ্গে বিসিবির বিবৃতিতে বলা হয়, অসুস্থতার কারণে নিয়মিত অধিনায়ক টসে উপস্থিত থাকতে না পারায় সহ-অধিনায়ক দায়িত্ব পালন করেন এবং সেই সময় হ্যান্ডশেক না হওয়াটা ছিল সম্পূর্ণ অনিচ্ছাকৃত। বিসিবি জোর দিয়ে জানায়, প্রতিপক্ষ দলের প্রতি কোনো ধরনের অসম্মান প্রদর্শনের প্রশ্নই ওঠে না।
আন্তর্জাতিক ক্রিকেটে হ্যান্ডশেক না হওয়া নতুন কোনো ঘটনা নয়। বিশেষ করে ভারত ও পাকিস্তানের ম্যাচে রাজনৈতিক টানাপোড়েনের কারণে চলতি বছর বিভিন্ন টুর্নামেন্টে এমন ঘটনা একাধিকবার দেখা গেছে। পুরুষদের এশিয়া কাপ, নারী ওয়ানডে বিশ্বকাপ, রাইজিং স্টারস এশিয়া কাপ এবং অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপেও দুই দেশের খেলোয়াড়দের হ্যান্ডশেক না করার নজির রয়েছে।
সাম্প্রতিক সময়ে ভারত ও বাংলাদেশের ক্রিকেট সম্পর্কও কিছুটা অস্বস্তিকর অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সকে ২০২৬ মৌসুমের জন্য বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে নির্দেশ দেয়। এর প্রতিক্রিয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে দল পাঠাতে অস্বীকৃতি জানায়। এ বিষয়ে বিসিবি ও আইসিসির মধ্যে আলোচনা এখনো চলমান।
এই প্রেক্ষাপটে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে টসের সময় হ্যান্ডশেক না হওয়াটা বড় আলোচনা তৈরি করলেও ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের পারস্পরিক সৌজন্যে সেই বিতর্ক মাঠেই শেষ হয়ে যায়।




