আইসিসির প্রতিনিধি দলের সঙ্গে বিসিবির বৈঠকের মূল লক্ষ্য ছিল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করা, যদিও বৈঠক শেষে নির্দিষ্ট কোনো সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। দীর্ঘ আলোচনায় পুরোনো ইস্যুগুলোই উঠে আসে ।
শনিবার (১৭ জানুয়ারি) গুলশানের একটি পাঁচতারকা হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ভিসা সমস্যার কারণে নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশে পৌঁছাতে না পারার কারণে ভারতীয় আইসিসি প্রতিনিধি অনলাইনে বৈঠকে যুক্ত হন।
ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে নিজেদের অবস্থানে অটল বিসিবি। তবে শনিবারের বৈঠকে বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বিস্তারিত ও গঠনমূলক আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের ধারণা, আইসিসির প্রতিনিধি দল দেশে ফিরে এ বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিতে পারে। দুই পক্ষই মনে করছে, আলোচনার পথ খোলা থাকলে ইতিবাচক সমাধান বেরিয়ে আসবে।
আইসিসির দুর্নীতি দমন বিভাগের অন্তর্বর্তীকালীন মহাব্যবস্থাপক অ্যান্ড্রু এফগ্রেভ শনিবার ভোরে ঢাকায় পৌঁছান। ব্রিটিশ পুলিশের সাবেক এই কর্মকর্তা আগে আইসিসির অপারেশন্স ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, ভিসা পেতে দেরি হওয়ায় আইসিসির জেনারেল ম্যানেজার (ইভেন্টস অ্যান্ড করপোরেট কমিউনিকেশন্স) গৌরব সাক্সেনা ভার্চুয়ালি বৈঠকে অংশ নেন।
বৈঠক শেষে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আইসিসির কাছে একটি নতুন প্রস্তাব দেওয়া হয়েছে বাংলাদেশের গ্রুপ পরিবর্তন। সেই ক্ষেত্রে বাংলাদেশকে বি গ্রুপে রাখা হলে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের সঙ্গে খেলতে হবে, যেখানে গ্রুপের সব ম্যাচই অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়।
বিবৃতিতে আরও বলা হয়, ‘বিসিবি আনুষ্ঠানিকভাবে আবারও অনুরোধ জানিয়েছে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের জন্য। একই সঙ্গে দল, সমর্থক, গণমাধ্যম এবং সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিয়ে বাংলাদেশ সরকারের মতামত ও উদ্বেগ আইসিসির কাছে তুলে ধরা হয়েছে। বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ ও পেশাদার পরিবেশে অনুষ্ঠিত হয় এবং ন্যূনতম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে সমাধান সহজ করতে গ্রুপ পরিবর্তনের বিষয়টিও আলোচনায় আসে।’
এই বৈঠকে বিসিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি মো. সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী। আলোচনার পর দুই পক্ষই জানায়, বিষয়টি নিয়ে ভবিষ্যতেও সংলাপ চালিয়ে যাওয়ার ব্যাপারে তারা একমত।
উগ্রবাদীদের চাপে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করেই ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অনিচ্ছুক বাংলাদেশ। নিজেদের সিদ্ধান্তে বিসিবি অনড় থাকলেও আইসিসি চাচ্ছে, যেকোনো সমাধানের মাধ্যমে বাংলাদেশ যেন বিশ্বকাপে অংশ নেয় এবং শ্রীলঙ্কা বিকল্প ভেন্যু হিসেবে বাস্তব রূপ পায়।




